আন্দোলন করে যারা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন তাদের উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না। এটা কেউ কেউ বুঝতে চাচ্ছেন না। যারা ২৪-এ বিজয়ী হয়েছে, তারা যদি এখন ব্যর্থ হয়, আর ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না; সেটা আমার ভয়।’
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে তার নিজ বাসভবন সোনার বাংলায় পূর্বঘোষিত আলোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার বাসায় আক্রমণ করা হয়েছে। যদি এটি সম্ভব হয় তাহলে এদেশের সকলের বাসা আক্রমণ করা সম্ভব। কারো নিরাপত্তা নেই। এইটা যদি পাকিস্তান হয়ে যেতো, আমি পাকিস্তান ভেঙেছিলাম এর জন্য আইনানুযায়ী আমার ফাঁসি হয়ে যেতো। আমার এতে কোনো আপত্তি ছিল না, এখনো নাই। সেজন্য বলছি, দেশে আইনশৃঙ্খলা নাই।’
‘আমি আগেও বলেছি এখনো বলছি, আমার বাড়ি ধ্বংস করে দিলেও যদি দেশের মানুষের শান্তি হয় আমি তাতেই রাজি। আমার ৮০ বছর বয়স হয়েছে। এখন আমি চলে যেতে পারলে আরো খুশি,’ বলেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার রাতে টাঙ্গাইল শহরের আকুরটাকুরে নিজ বাস ভবনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন কাদের সিদ্দিকীর একান্ত সচিব ফরিদ আহমেদ। অভিযোগে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে কাজ করছি আমরা। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’