কক্সবাজারে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি (পোনার ডিম) আমদানির অনুমতি বাতিলের দাবি

দেশের চিংড়ি সেক্টরকে ধ্বংস করার জন্য ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের নেতারা।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
কক্সবাজারে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
কক্সবাজারে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

দেশের চিংড়ি সেক্টরকে ধ্বংস করার জন্য ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের নেতারা।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজারে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন, ‘ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি (পোনার ডিম) আমদানির ফলে দেশীয় চিংড়ি শিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে স্থানীয় হ্যাচারি, চাষি ও সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষের জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি বিদেশি নপলি আমদানির মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে, যা দেশের চিংড়ি উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।’

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় বাংলাদেশের একটি মাত্র যে প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেয়া হয়েছে তাদের কোনো পোনার হ্যাচারি নেই তেমনি ভারতের যে প্রতিষ্ঠান থেকে এই নপলি বা চিংড়ি পোনার ডিম আমদানি করা হবে সেই প্রতিষ্ঠানেরও কোনো হ্যাচারি নেই। মোট ৪২ কোটি নপলি বা পোনার ডিম আমদানির অনুমতি দেয়া হলেও সিন্ডিকেট চক্র ৪২ কোটির জায়গায় দুইশ’ বা তিনশ’ কোটি নপলি বা পোনার ডিম আমদানির করার পায়তারা করছে।

তিনি আরো বলেন, দেশীয় হ্যাচারি সক্ষমতা থাকা সত্ত্বেও আমদানি নির্ভরতা অযৌক্তিক ও ক্ষতিকর। তাই অবিলম্বে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিল করে দেশীয় শিল্প সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গিয়াসউদ্দিন সহ নেতারা এবং চিংড়ি শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।