চাটমোহরে আলোচিত হানি ট্রাপের মূল হোতা সাগর গ্রেফতার

পাবনার চাটমোহরে আলোচিত হানি ট্রাপ চক্রের মূল হোতা ও মাদককারবারি সাগর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Chatmohar
গ্রেফতার সাগর হোসেন
গ্রেফতার সাগর হোসেন |নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে আলোচিত হানি ট্রাপ চক্রের মূল হোতা ও মাদককারবারি সাগর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে নাটোরের কাছিকাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চাটমোহর থানা পুলিশ।

গ্রেফতার সাগর পৌর সদরের জিরো পয়েন্ট মহল্লার তাইজুল ইসলামের ছেলে এবং নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। বিষয়টি নিশ্চিত করেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।

জানা গেছে, সম্প্রতি চাটমোহরে হানি ট্রাপ চক্রের সদস্যদের অশ্লীল কর্মকাণ্ড, প্রকাশ্যে মাদক সেবন-বিক্রি ও ব্ল্যাকমেইলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। সচেতন নাগরিক, রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। তারা গত ৩০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেয়। পুলিশ ইতোমধ্যে হানি ট্রাপ চক্রের অন্যতম নারী সদস্য রায়না ওরফে রাকাকে আটক করে। এরপর মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়।

ওসি মনজুরুল আলম বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি। নারী সদস্য রাকাকে আটক করার পর এবার সাগরকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই চক্রে যারা পেছন থেকে সহযোগিতা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’