মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হয়েছে। পুলিশের সামনেই তারা এ মিছিল করে বলে জানায় স্থানীয়রা। পরে মিছিলকারীদের আটকে ব্যর্থ হওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এ ঝটিকা মিছিল করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমামগঞ্জ বাজার এলাকায় সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে মিছিল বের করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। পুলিশের সামনেই এ মিছিল হয় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। পরে তা প্রমাণ পাওয়া যায় মিছিলের ভিডিওতে।
ঘটনায় সিরাজদিখান থানার এসআই মো: কামরুজ্জামানসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। ক্লোজড হওয়া অন্য দু’জন হলেন- কনস্টেবল সফিক ও বাদশা।
এদিকে মিছিলের ঘটনায় পরবর্তী সময়ে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো: সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুঁইয়া (৩০)।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, ‘মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। এদিকে মিছিলকারীদের আটকে ব্যর্থ হওয়ায় এসআই কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে।’



