কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

দুই ঘণ্টা পরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শনিবার (২৬ জুলাই) বেলা সোয়া ৩টায় ট্রেনটি চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী এলাকা অতিক্রমকালে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
বাফার সংযোগ ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগি
বাফার সংযোগ ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগি |নয়া দিগন্ত

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় বাফার সংযোগ ভেঙে সর্বশেষ বগি (গার্ড বহনকারী) বিচ্ছিন্ন হয়ে গেলে সেটি ছাড়াই ছুটে যায় ঢাকার পথে। এ ঘটনায় দুই ঘণ্টারও বেশি চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা সোয়া ৬টা থেকে তা স্বাভাবিক হয়।

শনিবার (২৬ জুলাই) বেলা সোয়া ৩টায় ট্রেনটি চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী এলাকা অতিক্রমকালে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে এতে কোনোপ্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বিকেল ৩টা ৮ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। কিছুদূর যেতেই বাহির সিগন্যাল এলাকায় ট্রেনের কাপলিং বা বাফার সংযোগ ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় গার্ড বহনকারী শেষ বগিটি।

তিনি আরো বলেন, মূল ট্রেনটি প্রায় ১০০ থেকে ১৫০ গজ সামনে গিয়ে থেমে যায়। পরে বিচ্ছিন্ন বগিতে থাকা ট্রেনের গার্ডদের তুলে নেয়া হয় এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।

তবে বিচ্ছিন্ন বগিটি রেললাইনে পড়ে থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সরিয়ে নেয়া হলে সন্ধ্যা সোয়া ৬টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।