নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Nabinagar
নবীনগর থানা
নবীনগর থানা |সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো একজন।

মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শিবপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে উজ্জ্বল মিয়া (১৯) এবং সেমন্তঘর গ্রামের আহাদ মিয়ার ছেলে পারভেজ মিয়া (১৮)।

আহত রানা মিয়া দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল ও পারভেজকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত পদক্ষেপ নেয়া শুরু হয়েছে।