রায়পুরায় রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

মঙ্গলবার দুপুর ১টায় শ্রীনিধী রেল স্টেশনের পশ্চিম পাশে উপজেলার চান্দেরকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরায় অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার বয়স আনুমানিক ১৬ বছর।

আজ মঙ্গলবার দুপুর ১টায় রায়পুরা উপজেলার শ্রীনিধী রেলস্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জিআরপি সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা রেললাইনের মাঝখানে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে লাশটি উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল বলেন, ‘সকাল ৯টায় খবর পাই শ্রীনিধী রেলস্টেশন এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। প্রাথমিকভাবে আমরা লাশের শরীরে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন পাইনি।’

তিনি আরো জানান, লাশ শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। লাশটি নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।