দোহারে হিন্দু নেতাদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

এ সময় জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জীবন দিয়ে হলেও অন্য ধর্মাবলম্বী মানুষদের নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন ঢাকা-১ আসনের (দোহার ও নবাবগঞ্জ) জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dohar
হিন্দু নেতাদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
হিন্দু নেতাদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় |নয়া দিগন্ত

হিন্দু ধর্ম্বাবলম্বী নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা-১ আসনের (দোহার ও নবাবগঞ্জ) জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। এ সময় তিনি জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জীবন দিয়ে হলেও অন্য ধর্মাবলম্বী মানুষদের নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার আওলিয়াবাদ পঞ্চায়েত পূজা মন্দিরে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নজরুল ইসলাম বলেন, ‘একই দেশের নাগরিক হওয়ার পরেও আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। একসময়ে আমরা হাতে হাত রেখে স্কুলে গিয়েছি, একই পুকুরে গোসল করেছি। পাশাপাশি ঘর আমাদের, সেখানে কেন এতো ভেদাভেদ? বিগত সরকার রাজনৈতিক হীন স্বার্থে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে রেখেছিল। যারা অমুসলিমদের ক্ষতি করে তারা দুষ্কৃতকারী। কোনো মুসলমান আরেক মুসলমান কিংবা অমুসলিমদের ক্ষতি করতে পারে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জীবন দিয়ে হলেও অন্য ধর্মাবলম্বী মানুষদের নিরাপত্তা দিবে, ইনশাআল্লাহ। একইসাথে ভীতিমুক্ত একটি দেশ গঠন করা হবে।’

অনুষ্ঠানে হিন্দু নেতাদের মধ্যে রিপন রাজবংশী, সহদেব রাজবংশী, ভাসান রাজবংশী, মেহের লাল রাজবংশী, সুভাষ রাজবংশী ও ধীরেন রাজবংশী উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, দোহার উপজেলার আমির ডা. দেওয়ান শহিদুজ্জামান, মাওলানা দলিলুর রহমান, হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী প্রমুখ।