গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আকাশ মিয়াকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-১।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ড কামারপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খন্ড কামারপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভাঙারি দোকানের ভেতর থেকে আকাশকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার দোকানে রাখা একটি ড্রামের আড়াল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: রাকিব হাসান (মিডিয়া অফিসার) জানান, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অস্ত্রসহ গ্রেফতার আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



