ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেল থেকে লড়ছেন মাদারীপুর জেলার মেয়ে সানজিদা আহমেদ তন্বী। তার ব্যালট নম্বর ০৮।
আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হিসেবে তার ভাগ্য নির্ধারণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মাদারীপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী তন্বী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছেন। জুলাই বিপ্লবে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলন চলাকালে সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েও পিছু হটেননি। তার রক্তাক্ত মুখের ছবি ওই দিন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। আন্দোলন ও প্রতিবাদে তিনি ছিলেন অটল।
তন্বী নির্বাচনে বিজয়ী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং মেয়েদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তন্বী মাদারীপুর জেলার সদর উপজেলার কুলপদী গ্রামের সন্তান। তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া ও শুভকামনার বন্যা বইছে। মাদারীপুরের সর্বস্তরের মানুষ তার বিজয়ের প্রত্যাশা করছেন।