নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে স্ত্রীসহ মনোনয়নপত্র দাখিল করে আবোরো আলোচিত হয়ে উঠেছেন লুৎফুজ্জামান বাবর।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দলীয় নেতাকর্মীসহ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে এর আধাঘণ্টা পর একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের এপিএস মির্জা হায়দার আলী।
একই আসনে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোন কৌশলগত কারণে তারা একই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন? এমন প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে অনেকের মাঝে।
এদিকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় লুৎফুজ্জামান বাবর যখন কারাবন্দি তখন তার স্ত্রী এ আসনে তার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক সারা ফেলেছিলেন। সেই সময় তাহমিনা জামান শ্রাবণী নির্বাচনী প্রচারণা চালিয়ে মানুষের মন জয় করে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হন।



