গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা
গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

গমের ব্লাস্ট রোগের টেকসই ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ কর্মশালা হয়।

কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল, ‘ব্যাসিলাস ভিত্তিক বায়োকীটনাশক প্রস্তুতি ও ব্যবহার।’ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (আইবিজিই) আয়োজনে এবং বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমি ও ইউএসডিএ’র অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান লক্ষ্য ছিল গম ব্লাস্টের মতো ধ্বংসাত্মক ছত্রাকজনিত রোগ মোকাবিলায় রাসায়নিকের পরিবর্তে পরিবেশবান্ধব উপায় শেখানো। অংশগ্রহণকারীরা ব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করে জৈব বায়োকীটনাশক তৈরি ও মাঠ পর্যায়ে তার প্রয়োগ সম্পর্কে সরাসরি ল্যাবে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. জাহুরুল করিম। কর্মশালায় বিএএস-ইউএসডিএ প্রকল্পের প্রধান পিআই এবং আইবিজিই’র সাবেক পরিচালক প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম।

কর্মশালাটি তিনটি মূল সেশনে বিভক্ত ছিল। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন আইবিজিই’র পরিচালক প্রফেসর ড. শাহ মোহাম্মদ নাঈমুল ইসলাম।

প্রশিক্ষণের কারিগরি পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লতিফুল বারী ব্যাসিলাস ভিত্তিক জৈব কীটনাশক ফর্মুলেশনের প্রযুক্তিগত দিকগুলো উপস্থাপন করেন।

এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. তোফাজ্জল হোসাইন রনি কীটনাশক প্রস্তুতির প্রক্রিয়া ও প্রয়োগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে গাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক, আইবিজিই’র শিক্ষার্থী, বিএআরআই ও ব্রি থেকে আগত আমন্ত্রিত বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।