ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ আখিল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানার এসআই ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আখিল ঢাকার সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি ছোট ওমরপুর এলাকার মো: লোকমান মিয়া ওরফে লুখুমের ছেলে। তিনি একজন পেশাদার কারবারি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজের নিচে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আখিল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এস আই শহিদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



