নোয়াখালীতে আ’লীগ নেতা গ্রেফতার

মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
গ্রেফতার আনিসুল হক ওরফে জাহাঙ্গীর
গ্রেফতার আনিসুল হক ওরফে জাহাঙ্গীর |নয়া দিগন্ত

নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আনিসুল হক সুবর্ণচরের চরবাটার একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির অভিযোগ উঠে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মিয়া বলেন, আগামী ১৩ নভেম্বর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সাথে যুক্ত থাকার অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে।