দামুড়হুদায় ছাদ থেকে পড়ে বিদ্যুতের তারে স্পৃষ্টে শিশুর মৃত্যু

সে কিভাবে ছাদ থেকে পড়ে গেল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে শিশুদের সাথে খেলতে খেলতে অসাবধানতাবশত পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেনের মৃত্যু |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ হোসেন সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে বলে জানা গেছে।

আলিফের চাচা কালাম হোসেন জানান, প্রতিবেশী বাবুর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সাথে খেলছিল আলিফ। একপর্যায়ে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে ঝুলছে আলিফ। প্রায় একঘণ্টা পর তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, সে কিভাবে ছাদ থেকে পড়ে গেল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে শিশুদের সাথে খেলতে খেলতে অসাবধানতাবশত পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।