ড. আবদুল মঈন খান

সাইফুর রহমান উদ্ভাবিত ভ্যাট কার্যকর না হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো

‘তার সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। তাকে নিয়ে গবেষণা করলে অবশ্যই আরো অনেক শেখার আছে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন ড. আবদুল মঈন খান
বক্তব্য রাখছেন ড. আবদুল মঈন খান |ছবি : নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি বাংলাদেশে কার্যকরের উদ্যোগ না নিলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সেদিন এই পদ্ধতির বিরোধিতা করেছিল। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় মঈন খান বলেন, আমার বাবা সাইফুর রহামনের সহকর্মী ছিলেন, পরে আমিও তার সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য।

তাকে নিয়ে গবেষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। তাকে নিয়ে গবেষণা করলে অবশ্যই আরো অনেক শেখার আছে।

ড. মঈন খান বলেন, ম্যানেজমেন্টে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন। তাই পাকিস্তান আমলেই পাকিস্তানে ম্যানেজমেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে তখন কেবল তাকেই সেই কমিটির সদস্য করা হয়েছিল।

তিনি উল্লেখ করেন, সাইফুর রহমান সাহেব সবসময় বলতেন- বাংলাদেশে বামপন্থী রাজনীতির কোনো ভবিষ্যত নেই। বামপন্থীরা এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাংলাদেশে উন্নয়নের রাজনীতিকে এরা বরাবরই বাধাগ্রস্ত করে। আজ সাইফুর রহমানের কথাগুলো বাস্তবে প্রতিফলিত হয়েছে।

আলোচনা সভার আয়োজক সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের উন্নয়নে এম, সাইফুর রহমানের নাম সোনার হরফে লেখা থাকবে অনন্তকাল। তাকে বাদ দিয়ে সিলেটের উন্নয়নের কোনো ইতিহাস রচনা করা সম্ভব হবে না। সিলেট যত দিন বেঁচে থাকবে সিলেটবাসীর হৃদয়ে সাইফুর রহমান তত দিন বেঁচে থাকবেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, শাবিপ্রবির প্রোভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মাহবুবে ইলাহি চৌধুরী, বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ বিএনপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।