গাজীপুর-৫ আসনে ধানের শীষের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ফজলুল হক মিলন

এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliganj

গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের পক্ষে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাবেক পৌর মেয়র মো: লুৎফর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।