পটুয়াখালী গলাচিপার উন্নয়নে শিক্ষকদের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: রাজা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু: মাসুম বিল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার মিয়া, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন খান। এছাড়া বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



