আখাউড়ায় নাতনিকে ধর্ষণে নানার বিরুদ্ধে মামলা

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
অভিযুক্ত ফজলুর রহমান
অভিযুক্ত ফজলুর রহমান |ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী নাতনিকে ধর্ষণের অভিযোগে (সম্পর্কে নানা) ফজলুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে কিশোরী নিজেই এ মামলা করেন।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীর সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে মৌলভি দিয়ে তাদের বিয়ে হয়। ছেলে পক্ষ এ বিয়ে মেনে না নেয়ায় তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের জন্য ওই কিশোরী (সম্পর্কে নানা) উপজেলার চাঁনপুর গ্রামের সরদার ফজলুর রহমানের (৬০) কাছে যায়। তিনি বিষয়টি নিষ্পত্তির কথা বলে কৌশলে ২৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা হয়। শেষ পর্যন্ত বিচার না পেয়ে বুধবার কিশোরী নিজে আখাউড়া থানায় মামলা করেন।

স্থানীয়রা জানায়, ওই কিশোরীর মা নেই। সে বোনের বাড়িতে থাকে। বাবা দ্বিতীয় বিবাহ করে সংসার করছে অন্য জায়গায়। এই দুর্বলতার সুযোগে ফজলুর রহমান এ ঘটনা ঘটায়।