হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে তিন শিশুকে চায়ের সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণের চেষ্টা করেছে রেনু মিয়া (৫৫) নামে এক বখাটে যুবক।
মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।
বখাটে রেনু মিয়া উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের মরহুম নবী হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের মরহুম নবী হোসেনের ছেলে বখাটে রেনু মিয়া প্রতিবেশী তিন শিশু ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে চায়ের সাথে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে তাদেরকে খেতে দেয়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে।
ঘটনাটি জানাজানি হলে অভিভাবকরা মেয়ে তিনটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে অবস্থার অবনতি হলে তাদের দু’জনকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে এবং একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইতোমধ্যে ওই তিনজনেরই মেডিক্যাল টেস্ট সম্পন্ন করা হয়েছে।
ঘটনার পর থেকে বখাটে রেনু মিয়া পলাতক রয়েছে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।