খাগড়াছড়িতে সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে

পাহাড়ে সরকারি বাহিনীর বাইরে কারো কাছে অস্ত্র থাকতে পারবে না : পার্বত্য উপদেষ্টা

রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তরণের উপায় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ও আন্দোলনের নামে সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পাহাড়ে শুধু সরকারি বাহিনীর কাছেই অস্ত্র থাকবে। এর বাইরে কারো কাছে অস্ত্র থাকতে পারবে না। ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।’

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তরণের উপায় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়ে সুপ্রদীপ চাকমা বলেন, ‘আমরা আর প্রাণহানি চাই না। জানমালের ক্ষয়ক্ষতি রোধে এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর থাকতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘চাঁদাবাজির কারণেই এ এলাকায় উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রশাসনকে এ বিষয়ে আরো কঠোর অবস্থান নিতে হবে।’

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, পাহাড়ি নেতা রবি শংকর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমানসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।