চুয়াডাঙ্গায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

এ ছাড়া চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা |ছবি : নয়া দিগন্ত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড এলাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ মেলে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ‘জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৩০ হাজার এবং ‘নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টার’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।