বাউবির কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের নতুন ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম

নতুন ডিন হিসেবে তার নেতৃত্বে কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অ্যাকাডেমিক, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আরো গতিশীল ও মানোন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
অধ্যাপক ড. সিরাজুল ইসলাম
অধ্যাপক ড. সিরাজুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন হিসেবে অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ডিনের দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম একাধারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাস মেয়াদি একটি কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সফলভাবে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক সিরাজুল ইসলাম তার উপর অর্পিত দায়িত্বভার সুষ্ঠু ও যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একইসাথে তাকে এ পদে নিয়োগ দেয়ায় বাউবি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে নতুন ডিন হিসেবে তার নেতৃত্বে কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অ্যাকাডেমিক, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আরো গতিশীল ও মানোন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।