পিরোজপুরে খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তিকর স্ট্যাটাস : ছাত্রদলের বিক্ষোভ

‘প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে পিরোজপুর জেলা ছাত্রদল বায়জীদকে খুঁজে বের করে এর উপযুক্ত জবাব দেবে।’

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
উপজেলার সাবেক চেয়ারম্যানের বিভ্রান্তিকর স্ট্যাটাসের ঘটনায় কুশপুত্তলিকা দাহ করে ছাত্রদল
উপজেলার সাবেক চেয়ারম্যানের বিভ্রান্তিকর স্ট্যাটাসের ঘটনায় কুশপুত্তলিকা দাহ করে ছাত্রদল |নয়া দিগন্ত

পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পিরোজপুরের রাজনৈতিক অঙ্গন। তার ওই বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এসব কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পুরনো ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডের বিলাশ চত্বরে এক পথসভায় মিলিত হয়। পরে টাউন ক্লাব মাঠে বায়জীদ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

পথসভায় জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘আজকে বিক্ষোভ করার কথা ছিল না। কিন্তু পিরোজপুরের সাবেক অবৈধ চেয়ারম্যান বায়জীদ নামের কুলাঙ্গার গতকাল ফেসবুকে যে মিথ্যাচার ও কটূক্তি করেছে, তা আমাদের বাধ্য করেছে রাস্তায় নামতে। তিনি লিখেছেন যে ৩ ডিসেম্বর আমাদের মা বেগম খালেদা জিয়া মারা গেছেন; এটি সম্পূর্ণ মিথ্যা, ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমরা এর কঠোর শাস্তি দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে পিরোজপুর জেলা ছাত্রদল বায়জীদকে খুঁজে বের করে এর উপযুক্ত জবাব দেবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সহ-সভাপতি ফেরদৌস সরদার, দফতর সম্পাদক খালিদ হাসানসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বায়জীদ হোসেন তার ফেসবুকে বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘ক্লিনিক্যালি ডেড’ উল্লেখ করে বিভ্রান্তিকর স্ট্যাটাস দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।