ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা খালেদ মাসুদের প্রার্থীতায় মৃত ভোটারের টিপসই দেখিয়ে মনোনয়ন পত্রটি বাতিল করেন ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।
এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে যুবদল নেতা স্বতন্ত্র প্রার্থী খালেদ মাসুদ যথাযথ নিয়ম মেনে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন ঢাকায় আপিল দায়ের করেন।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে ভোটারের প্রমাণ উপস্থাপন সাপেক্ষ জীবিত ভোটারের প্রমাণ দেয়ায় যুবদল নেতার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন আপিল বিভাগ।
যুবদল নেতা মাসুদ জানান, যে মৃত ভোটারের নাম দিয়ে আমার প্রার্থীতা যাচাই বাচাইয়ের দিন বাতিল করা হয়েছিল। সে আমার ভোটার নয়। একই বাড়িতে একই নামে দুজন ভোটার থাকায় মৃত ভোটারের টিপসই দেখে আমার মনোনয়ন বাতিল করা হলেও তিনি আমার ভোটার তালিকায় ছিলেন না। আমার ভোটার আনোয়ারা বেগম আপিল শুনানীতে নিজেই নিজের স্বাক্ষর শনাক্ত করলে কমিশন মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় অংশ গ্রহনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রতিবেদককে জানান, প্রার্থীতা যেহেতু ফিরে পেয়েছি। এখনো সময় আছে চিন্তা ভাবনার। আপনাদের দোয়া কামনা করি।
খালেদ মাসুদ যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পদাক ও সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধা আ ক ম ইসহাক মিয়ার ছেলে।



