আশুলিয়ায় ৭ শ’ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ায় নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্কুল ও মাদরাসার ৭ শ’ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় ৭ শ’ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ
আশুলিয়ায় ৭ শ’ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্কুল ও মাদরাসার ৭ শ’ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মাঝে এ স্কুলব্যাগ বিতরণ করা হয়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-২০ এর সংসদ সদস্য প্রার্থী আসাদুল ইসলাম মুকুল।

ইউনিয়নের প্রশাসক মো: কামরুজ্জামান জানান, শিমুলিয়া ইউনিয়নের আওতাধীন ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭ শ’ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো: শরিফুল ইসলাম ও ৮নম্বর ওয়ার্ড সদস্য মো: মান্নান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অবিভাবকগণ উপস্থিত ছিলেন।