বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের মোটরসাইকেল র‌্যালি

বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল নেতৃত্বে শুক্রবার সকালে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের মোটরসাইকেল র‌্যালি
বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের মোটরসাইকেল র‌্যালি |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতের প্রার্থী ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন। বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল নেতৃত্বে শুক্রবার সকালে সদরের রাজাপুর ইউনিয়নের বাংলাহাট এলাকা থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি ২য় বাইপাস সড়ক হয়ে সাবগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাখারিয়া ইউনিয়নে গিয়ে শেষ হয়। হাজারো মোটরসাইকেল শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। শোভাযাত্রায় অংশনেন রাজাপুর ইউনিয়নের হাজারো নেতাকর্মী ও সমর্থক।

জাতীয় পতাকা,ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ।

অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ বগুড়াকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস ,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।’

তিনি আরো বলেন, ‘তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, বগুড়াবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। আমি নির্বাচিত হলে কাউকে এমপি ডাকতে হবে না। সবাই সোহেল ভাই বলেই ডাকবেন। কোন দলীয় স্লোগানে হাটের নাম চলবে না। আজ থেকে সবাই বাংলা হাট নামেই ডাকবেন।’

শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, ‘আজকের শোডাউন প্রমাণ করেছে বগুড়ার মানুষ অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।

রাজাপুর ইউনিয়নের মোটর সাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মাওলানা হেদায়েতুল ইসলাম, হারুনার রশিদ, মাওলানা মিজানুর রহমান, মোখলেছার রহমান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, আব্দুল বাসেত, সাবেক কাউন্সিলর মাওলানা ওসমান গণি মাস্টার, রুহুল আমিন বাকী, মাওলানা শহীদুল ইসলাম, মেহেদী হাসান সুমন, জিয়া আলম প্রমুখ।