শান্তি-সম্প্রীতি আর উন্নয়নে দরিদ্রদের পাশে বিজিবি

‘শান্তি-সম্প্রীতি বজায় রেখে সীমান্তের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় পাশে থাকবে। শুধু অপরাধ দমন নয়, উন্নয়ন ও মানবিকতায় বিজিবি মানুষের জন্য কাজ করছে।’

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
শান্তি-সম্প্রীতি আর উন্নয়নে দরিদ্রদের পাশে বিজিবি
শান্তি-সম্প্রীতি আর উন্নয়নে দরিদ্রদের পাশে বিজিবি |নয়া দিগন্ত

খাগড়াছড়ির সীমান্ত উপজেলা রামগড়ে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার বিভিন্ন জায়গায় এসব মানবিক কার্যক্রম পরিচালনা করে রামগড় জোন (৪৩ বিজিবি)।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকার রামগড় জাবালে নূর মহিলা মাদরাসায় শিক্ষা উপকরণ হিসেবে একটি কম্পিউটার দেয়া হয়। একইসাথে উপজেলার নতুনপাড়া ও চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে খেলাধুলাসামগ্রী তুলে দেয়া হয়।

এছাড়া উপজেলার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আর্থিক অনুদান দেয় বিজিবি। একইসাথে স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিরুল ইসলাম।

সীমান্ত এলাকার অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছে রামগড় জোন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

রামগড় জোন অধিনায়ক বলেন, ‘শান্তি-সম্প্রীতি বজায় রেখে সীমান্তের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় পাশে থাকবে। শুধু অপরাধ দমন নয়, উন্নয়ন ও মানবিকতায় বিজিবি মানুষের জন্য কাজ করছে।’