ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনা দুটির উপজেলার মেদুয়ারী ইউনিয়নের রামপুর এলাকায় অপর ঘটনাটি ঘটেছে হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়া বাজার এলাকায়।
মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের চেছুয়া বাজারে স্থানীয় মুদি দোকানদার আশিক মির্জা (২৬) নিজ দোকানে বিদ্যুতের সংযোগের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট তিনি গুরুতর আহত হন। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক মির্জাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ওই এলাকার তাজউদ্দীন মির্জার ছেলে। লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানা পুলিশ।
অপরদিকে, রোববার রাতে উপজেলার মেদুয়ারি ইউনিয়নের রামপুর গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে মিন্টু মিয়া (৩০) নেশাগ্রস্ত অবস্থায় রামপুর ফাজিল মাদরাসার অফিসের সামনে গিয়ে দরজা-জানালা ভাঙচুর শুরু করেন। এসময় নাইটগার্ড তপন মিয়া বাধা দিলে তিনি আরো উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মাদরাসার জমিদাতা ও তপন মিয়ার বড় ভাই মোকসেদুর রহমান (৪০)। সেখানে মিন্টু মিয়ার সাথে তার বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে মিন্টু ধাক্কা দিলে মোকসেদুর মাটিতে পড়ে আহত হয়, আহত মোকসেদুর রহমানকে পরিবারের সদস্যরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মোকসেদুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মালিক জানান, মোকসেদুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আশিক মির্জা লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।