ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দেবীপুর ইউনিয়নের শোল্টহরী বাজারের পথসভা ও নির্বাচনী জনসংযোগের মধ্য দিয়ে শুরু হয় তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |বাসস

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দেবীপুর ইউনিয়নের শোল্টহরী বাজারের পথসভা ও নির্বাচনী জনসংযোগের মধ্য দিয়ে শুরু হয় তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান।

সমর্থকদের বিপুল সমর্থন, উল্লাস ও করতালির মধ্যে তিনি বলেন, ‘আপনাদের সাথেই আমার শৈশব, কৈশোর, যৌবন এবং আপনাদের মধ্যেই আজ আমি বয়োঃবৃদ্ধ। তবে আপনাদের কাছে এলে আমি শক্তি পাই এবং মনে হয় আরো অনেক দিন আপনাদের সেবা করে যেতে পারবো।’

‘এদেশের মানুষের জন্য জিয়াউর রহমান, খালেদা জিয়া অনেক কাজ করে গেছেন। এ এলাকায় বরেন্দ্র গভীর নলকূপ প্রকল্পের মাধ্যমে আমরা ফসলের সেচের ব্যবস্থা পেয়েছিলেন। এ জেলায় ভুট্টা উৎপাদনের যে বিপ্লব তা আগেরবার ক্ষমতায় গিয়ে আমি এ অঞ্চলে কাজী ফার্মের মাধ্যমে সূচনা করেছিলাম।’

তিনি জামায়াতকে লক্ষ্য করে বলেন, ‘তারা কোনোদিন ক্ষমতায় যায়নি। ফলে মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় তারা জানেন না।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে জনসাধারণ বিশেষ করে মা-বোনদেরকে ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষকদেরকে কৃষি কার্ড দিয়ে তাদের উচ্চ জীবনমান নিশ্চিত করবে। এ ব্যাপারে আমাদের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন।’

বিএনপিকে ছাড়া জনসাধারণের নিরাপত্তা অন্য কেউ নিশ্চিত করতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সব সম্প্রদায়ের সম্প্রীতির দল, শান্তিপূর্ণ সহাবস্থানের দল।’

দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক উন্নয়ন এবং দ্রব্যমূল্যসহ অর্থনীতির চাকা সচল রাখতে ধানের শীষের পক্ষে জোটবদ্ধ থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

দেবীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।

সূত্র : বাসস