ফরিদপুর ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন রিকশাপ্রার্থী মুফতি শরাফত

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরাফত হোসাইন কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

Location :

Faridpur
রিকশাপ্রার্থী মুফতি শরাফত
রিকশাপ্রার্থী মুফতি শরাফত |নয়া দিগন্ত

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর)

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরাফত হোসাইন কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লাকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মুফতি শরাফত হোসাইন বলেন, দলীয় আনুগত্যের বিপরীতে আমরা কখনই যাবো না। ১০ দলীয় জোট থেকে যাকে বাছাই করেছেন আমরা তাকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইলিয়াস মোল্লা বিজয়ী হলে আমি বিজয়ী হবো। আমরা একই লক্ষ্যে রাজনীতি করি। তাদের আদর্শ আর আমাদের আদর্শ এখন একই।

ফরিদপুর-১ আসনের জনগনকে ইলিয়াস মোল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।