সরিষাবাড়ীতে ১২ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার বাবাকে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়া হয়

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari

জামালপুরের সরিষাবাড়ীতে ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় আরো তিনজন অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৩ জুন) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বীর সেনাবাহিনীর একটি টহল দল ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সহায়তায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী ধর্ষিতার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার সংঘবদ্ধ কয়েকজন বখাটে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে আসছিল। বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার বাবাকে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়া হয় এবং পুরো পরিবারকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। ঘটনায় এক পর্যায়ে বাধ্য হয়ে ধর্ষিতার মা সরিষাবাড়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করলে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে তিনজন আটক হয়।

আটকরা হলেন— মৃত ইদ্রিস তালুকদারের ছেলে লিটন তালুকদার, সুরুজ্জামানের ছেলে সেলিম এবং তারা মিয়ার ছেলে মোহাম্মদ কবির মিয়া। এদের জিজ্ঞাসাবাদে জড়িত আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

পলাতক রয়েছেন— মৃত দুলাল মিয়ার ছেলে শাহিন মিয়া, আলাউদ্দিনের ছেলে পারভেজ এবং নাজিম উদ্দিনের ছেলে লাবলু।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসী অবিলম্বে পলাতকদের গ্রেফতার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।