মাধবদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ নাছিরের

জুলাই যোদ্ধা তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা নামে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
সম্মেলনে বক্তব্য রাখেন নাছির মোল্লা
সম্মেলনে বক্তব্য রাখেন নাছির মোল্লা |নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদীতে জুলাই যোদ্ধা তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা (৩০) নামে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রোববার (১০ আগস্ট) দুপুরে থানার ভগিরথপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাছির ভগিরথপুর এলাকার মরহুম নুরুল হকের ছেলে বলে জানা গেছে।

সম্মেলনে নাছির বলেন, ‘জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাত ও পায়ে গুলিবিদ্ধ হই। এরপর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেই। পরবর্তী সময়ে জুলাই যোদ্ধার সরকারি তালিকা তৈরির সময় ১০ বছর বয়সী একমাত্র সন্তানের অসুস্থতায় মৃত্যুর কারণে স্থানীয় প্রশাসনের সাথে নিজ থেকে যোগাযোগ করতে পারিনি। এতে করে জুলাই যোদ্ধার তালিকায় আমার নাম উঠানো হয়নি।’

তিনি বলেন, ‘আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়ার প্রয়োজনীয় সব তথ্য প্রমাণসহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি তারা। জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়া সবাইকে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সম্মান দেয়ার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী স্বপন মোল্লা, সমাজ সেবক আমিন উদ্দিন, শাকিল শেখ, মারুফ মোল্লা, আহত পথযাত্রী নাজিম উদ্দিন, আহত পারভীন বেগম উপস্থিত ছিলেন।