দেবিদ্বারে মন্দিরের রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফতেহাবাদ গ্রামের হরিপদ কর্মকারের বাড়ি থেকে সেবাশ্রম মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বহু বছর ধরে এলাকাবাসী ব্যবহার করে আসছে। বাংলাদেশ সেবাশ্রম মন্দিরে প্রতিবছর হাজার হাজার ভক্তেরও সমাগম ঘটে।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
মানববন্ধনে এলাকাবাসীরা
মানববন্ধনে এলাকাবাসীরা |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকায় বাংলাদেশ সেবাশ্রম মন্দিরের রাস্তায় চলাচল বন্ধের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ফতেহাবাদ এলাকার বিকাশ মার্কেট সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, ফতেহাবাদ গ্রামের হরিপদ কর্মকারের বাড়ি থেকে সেবাশ্রম মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বহু বছর ধরে এলাকাবাসী ব্যবহার করে আসছে। প্রাচীন এই রাস্তা দিয়ে অর্ধশতাধিক পরিবারের কয়েকশত লোক চলাচল করে আসছে। বাংলাদেশ সেবাশ্রম মন্দিরে প্রতিবছর হাজার হাজার ভক্তেরও সমাগম ঘটে।

কিন্ত স্থানীয় প্রভাবশালী গোপাল কর্মকার তার বাড়ির পাশে রাস্তাটিতে পাকা পিলার বসিয়ে অটোরিকশা ও সিএনজিসহ ছোট যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। মন্দিরের মাসিক অনুষ্ঠানগুলোতে মালামাল পরিবহন বাধাগ্রস্থ হচ্ছে। তাই এলাকাবাসী এসব প্রতিবন্ধকতা অপসারণ করে সর্বসাধারনসহ মন্দিরের ভক্তদের চলাচল অবাধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে অভিযুক্ত গোপাল কর্মকার অটো, সিএনজি চলাচলে বাধা দেয়ার কথা স্বীকার করে বলেন, ‘এলাকাবাসীর পায়ে হেঁটে চলাচলে কোনো আপত্তি নাই। রাস্তাটি আমাদের নিজস্ব জায়গা। তাই এখন সিএনজি, অটোরিক্সা চলাচল বন্ধ করে দিয়েছি।’

এদিকে প্রতিমা রায় বলেন, এই রাস্তাটি দিয়ে বহু বছর যাবত রিকশা, সিএনজি ও অটো চলাচল করে আসছে। কিন্তু তিনি রাস্তাটি বন্ধ করে দেয়ায় অনেক সময় রোগী নিয়ে পায়ে হেঁটে হাসপাতালে যেতে হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সেবাশ্রম মন্দিরের সভাপতি সন্তুস দত্ত, লিটন দত্ত, তাপস দত্ত, উজ্জ্বল দত্ত, রিক্তা কর, প্রতিমা রায়, পুলিং দত্ত ও অঞ্জনা দত্ত। বক্তারা বলেন, ‘এটি আমাদের দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা। হঠাৎ করে সিএনজি,অটোরিক্সার চলাচল বন্ধ করে দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছি। আমরা প্রশাসনের কাছে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র মজুমদার, কানাই লাল সেন, বিকাস দত্ত, সচিন্দ্র রায়, সুমন দত্ত, রতন সেন, নন্দন দত্ত, সঞ্জয় দত্ত, সঞ্জিত রায়, প্রহলাদ কর, প্রদীপ সেন প্রমুখ।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়সাল উদ্দিন জানান, মন্দিরের রাস্তা বন্ধের বিষয়টিতে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।