জিএম কাদের না ভোটের পক্ষে প্রোপাগান্ডা চালিয়ে শহীদদের অবমাননা করছেন। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মমতাজ উদ্দিন।
বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) রাতে রংপুর মহানগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান রংপুর সফর উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনে এমপি প্রার্থী ও জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াত আমির এটিএম আজম খান, জেলা জামায়াত সেক্রেটারি এনামুল হক, মহানগর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।
এসময় মমতাজ উদ্দিন বলেন, ‘শেখ হাসিনার দু:শাসনের প্রধান পৃষ্ঠাপোষক ছিল জাতীয় পার্টি। তাদের সহযেগিতা না পেলে আওয়ামী লীগ ওই পর্যায়ে যেতে পারতো না। এমনকি জাতীয় পার্টির সমর্থন নিয়েও আওয়ামী লীগ একবার ক্ষমতায় এসেছিল।’
মমতাজ উদ্দিন বলেন, ‘আমাদের দাবি ছিল। আওয়ামী লীগের কার্যক্রম যেমন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। জাতীয় পার্টিকেও সেটাই করা উচিৎ ছিল। আমরা বার বার দাবি জানানো সত্বেও সরকার এই কাজটি করেনি। সেজন্য আমরা সরকারের এই পয়েন্টে (অবস্থানে) আমরা নিন্দা প্রকাশ করি। আমরা সরকারের প্রতি আগেও নাখোশ প্রকাশ করেছি। এখনও করছি। ।’
মমতাজ উদ্দিন বলেন, ‘আমরা মনে করি জিএম কাদের না ভোটের পক্ষে যে প্রোপাগান্ডা চালাচ্ছেন। শহীদদের প্রতি অবমাননা করছেন। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা উচিৎ।
দুই দিনের উত্তরাঞ্চল সফরে আসছেন জামায়াত আমির। আজ শুক্রবার ( ২৩ জানুয়ারি) সন্ধা ৭ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হবে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভা। এর আগে সকালে পঞ্চগড় চিনিকল মাঠে, দুপুর ২ টায় দিনাজপুর গোর ই শহীদ ঈদগাহ মাঠ, ঠাকুরগাঁও বড়মাঠে ৪ টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। পরের দিন শনিবার ( ২৪ জানুয়ারি) সকাল ৯ টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সকাল ১০ টায় পলাশবাড়িতে জনসভায় বক্তব্য রাখবেন। জামায়াত আমিরের আগমন উপলক্ষে জামায়াত ও এনসিপির এমপি প্রার্থীরা বিভিন্ন স্থানে প্রচার মিছিল করেছেন নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকেই।



