গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নিরালা মোড়-ভিক্টোরিয়া রোড ঘুরে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সেখানে বক্তব্য রাখেন দলের জেলা আমির আহসান হাবীব মাসুদ, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, শিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক, জামায়াতের সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল ও শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
এ সময় তারা গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।