পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে মা-বাবার সাথে নাড়ির টানে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ১০ বছরের আনিসা আক্তার। জামালপুরের বকশীগঞ্জে পৌঁছালে ঘাতক বাসের ধাক্কায় নিভে যায় শিশুটির জীবন প্রদীপ। সাথে হারিয়ে গেল একটি স্বপ্ন। মা-বাবা ও স্বজনদের সাথে ঈদ করা হলো না আনিসার।
বৃহস্পতিবার (৫ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে বকশীগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বাঁশকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনিসা আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আমিনুল ইসলামের ১০ বছরের মেয়ে বলে জানা গেছে ।
বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল আজহা উদযাপনের জন্য স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন পোশাক শ্রমিক আমিনুল ইসলাম। ভোর রাতে জামালপুর থেকে ব্যাটারি চালিত ইজিবাই (অটোরিকশায়) দিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারীতে যাচ্ছিলেন তারা।
ইজিবাই (অটোরিকশাটি) বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বাঁশকান্দা বাজার এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে শিশু আনিসা আক্তার ঘটনাস্থলে মারা যায়। এ সময় বাবা আমিনুল ইসলামও আহত হন ।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে ।