স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা

সিংড়ায় বিএনপি ও যুবদলের চার নেতা স্থায়ী বহিস্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ ও দলীয় নির্দেশ অমান্য করে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এবং দল থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকা। এই দু’টি কারণে প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে উল্লেখিত চার বিএনপি ও যুবদল নেতাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
বিএনপি ও যুবদলের চার নেতাকে বহিস্কার
বিএনপি ও যুবদলের চার নেতাকে বহিস্কার |ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে নাটোরের সিংড়ায় তিনজন বিএনপি নেতা ও একজন যুবদল নেতাকে স্থায়ীভাবে বহিস্কার করেছে জেলা বিএনপি।

বহিস্কৃত চার নেতা হলেন— পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম, উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির তিন নেতাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। আর যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে স্থায়ীভাবে বহিষ্কার করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ ও দলীয় নির্দেশ অমান্য করে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এবং দল থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকা। এই দু’টি কারণে প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে উল্লেখিত চার বিএনপি ও যুবদল নেতাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা বিএনপি ও যুবদল।