ড. জাহাঙ্গীর আলম

ভোটের আগে সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বক্তারা ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে জামায়াতের মানববন্ধন
পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে জামায়াতের মানববন্ধন |ছবি : নয়া দিগন্ত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ও গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ড. মো: জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়া জরুরি। নির্বাচন অবশ্যই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে জামায়াত ঘোষিত ৫ দফা বাস্তবায়ন অপরিহার্য।

সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা: জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসেন খান, পৌর জামায়াত আমির ডা: আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো: সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো: হাবিবুর রহমান।

বক্তারা ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।