বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) -এর আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিইউপিতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ইংরেজি বিভাগ ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং ছাত্রীদের গ্রুপে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিভাগ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিইউপির ভাইস-চ্যান্সেলর মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহিত করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিইউপির আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতাটি গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয়।
-বিজ্ঞপ্তি



