পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোরে অপারেশন ডেভিল হান্টের পৃথক পৃথক অভিযানের অংশ হিসেবে উপজেলার কলাগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে হামলা ও ভাংচুর মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম রাজ্জাক (৫২), যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো: তুহিন হাওলাদার (৩৫) ও ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: তানবিরুল ইসলাম নেছার (২৭)। তানবিরুল ইসলামকে সুবিদখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার এর সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’