পাটগ্রাম সীমান্তে নিহত সবুজের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিহত সবুজের লাশ পাটগ্রাম থানা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) হামিদুরের কাছে হস্তান্তর করা হয়।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
পাটগ্রাম সীমান্তে নিহত সবুজের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
পাটগ্রাম সীমান্তে নিহত সবুজের লাশ ফেরত দিয়েছে বিএসএফ |প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সবুজ ইসলামের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে তার লাশ পাটগ্রাম থানা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) হামিদুরের কাছে হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সবুজ পঁচাভান্ডার গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে। এক বছরের এক ছেলেসন্তান রয়েছে তার।

জানা গেছে, নিহত সবুজসহ একটি দল বুধবার (৩ ডিসেম্বর) রাতে পঁচাভান্ডার সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার চেষ্টা করে। এ সময় ভারতের ১৬৯ কোচবিহার রাণীনগরের চেনাকাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। পরে তার লাশ ভারতের অভ্যন্তরে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বিএসএফ।

সবুজের বড় ভাই আরিফ হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই চোরাকারবারি নয় এবং ওই কাজের সাথে সে জড়িতও নয়। সে স্থানীয় বাজারে মুদিদোকান করে। ঘটনার দিন তাকে ফুসলিয়ে এলাকার নুর ইসলাম, রাবিউল শাহা, আলম মানিক, মশিয়রসহ কয়েকজন ভারত থেকে গরু আনার জন্য নিয়ে যায়। এরা ভারত থেকে অবৈধপথে গরু, মাদকসহ বিভিন্ন চোরাকারবারির সাথে জড়িত।’

তিনি এ বিষয়ে থানায় জিডি করবেন বলে জানান।

শমসেরনগর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১০টায় জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী সীমান্তের ৮৫৩ মেইন পিলারের কাছ দিয়ে ভারতের রানীনগর, চেনাকাটা বিএসএফের নেতৃত্বে ভারতের মাথাভাঙ্গা পুলিশ নিহত সবুজের লাশ পাটগ্রাম থানা পুলিশের এসআই হামিদুরের কাছে হস্তান্তর করে।

এ সময় কালিরহাট বিজিবি ক্যাম্পের কম্পানী কমান্ডার সুবেদার আবুল কাশেমসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, সবুজের লাশ বৃহস্পতিবার রাত ১২টায় তার পরিবারের উপস্থিতিতে দাফন করা হয়েছে।