মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

‘অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ |নয়া দিগন্ত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে তা কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সঞ্চালনায় ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

সমাবেশে সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, ‘আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আগামী নির্বাচনকে বানচাল করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তারা চায়না বিএনপি ক্ষমতায় আসুক।’

তিনি আরো বলেন, ‘অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’