বৃহস্পতিবার সকাল থেকে কার্যক্রম বন্ধ ঘোষণা

সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারীদের কর্মবিরতি

‘বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কার্যক্রম বন্ধ রাখার ফলে কোনো রোগী বা আত্মীয়স্বজনের জান-মালের ক্ষতি হলে কর্মচারীরা দায়ি থাকবে না। হাসপাতাল কর্তৃপক্ষ বা মালিক পক্ষকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারীদের কর্মবিরতি
সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারীদের কর্মবিরতি |নয়া দিগন্ত

সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন বুধবার (২ জুলাই) বেতন-ভাতা বৈষম্যের বিরুদ্ধে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টা কর্মবিরতি ও পরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তাদের দাবি হাসপাতাল কতৃপক্ষ ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা না দিয়ে নিজস্ব মনগড়া কাঠামোতে বেতন-ভাতা প্রদান করছেন। পরে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠানো কপি হস্তান্তর করেন। দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সকল কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা যায়, সাভার এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন গত ২ এপ্রিল তাদের বেতন-ভাতা ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী দেয়ার জন্য আন্দোলন করলে কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি প্রদান করলেও তা বাস্তবায়ন না হলে বুধবার সকালে কর্তৃপক্ষের কাছে পুনরায় ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠানো অনুযায়ী বেতন-ভাতা দেয়ার জন্য কপি হস্তান্তর করেন। কিন্তু কর্তৃপক্ষ বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ না নেয়ায় তারা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আগামীকাল সকাল ৮টা থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ঘোষণা করেন।

এ সময় এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জাহিদ হোসেন জানান- আগামীকাল সকাল ৮টা থেকে কার্যক্রম বন্ধ রাখার ফলে কোনো রোগী বা আত্মীয়স্বজনের জান-মালের ক্ষতি হলে কর্মচারীরা দায়ি থাকবে না। হাসপাতাল কর্তৃপক্ষ বা মালিক পক্ষকে এর দায়দায়িত্ব বহন করতে হবে।

এ বিষয়ে জানার জন্য হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার কাদীর নাজিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।