জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে সিজার চলাকালীন সময়ে সংলগ্ন স্টোর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কর্তব্যরত ডাক্তারদের দক্ষতায় মা ও নবজাতক শিশু দুজনকেই সুস্থ অবস্থায় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী জানান, ‘সকাল ১১টার দিকে অপারেশন থিয়েটারে একজন অন্তঃসত্ত্বা মায়ের সিজার অপারেশন চলছিল। অপারেশন চলার মধ্যেই ওটির প্রবেশদ্বারে এর স্টোর রুমে হঠাৎ আগুন লাগে। এ ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ওটি রুমের কর্তব্যরত ডাক্তারসহ আমরা ও নার্স সকলে মিলে অপারেশনকৃত রোগী ও নবজাতককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হই। প্রসূতি মা ও শিশুর কোনোপ্রকার ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র জানায়, আপাতত সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে টিএইচও জানান, ‘আমি হাসপাতাল থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবো যাতে এ আগুনের সূত্রপাতের বিষয়ে সঠিক তথ্য নিরূপণ করা যায়।’
সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন। তিনি জানান, ‘প্রাথমিকভাবে আমরা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। তারপরেও আমরা সঠিক ঘটনা নিরূপণের জন্য উপজেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক উত্তর জানতে চেষ্টা করব।



