মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তানভীর আহমেদের মৃত্যুতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
সোমবার (২৮ জুলাই) বিকেলে বিমানবাহিনী প্রধানের পক্ষে টাঙ্গাইলের বীর উত্তম সুলতান বিমান ঘাঁটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা এ ঘটনার জন্য দুঃখ ও গভীর শোক প্রকাশ করছি। যারা এ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যেসকল শিক্ষার্থীরা আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।’
এছাড়া বিমান বাহিনীর পক্ষ থেকে তানভীরের পরিবারকে সান্তনা জানানো হয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয়া হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে ৮ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তানভীর আহমেদ মারা যান।