বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা জামায়াতের

চলতি বর্ষা মৌসুমে বরগুনা জেলাসহ বেতাগী উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা জামায়াতের
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা জামায়াতের |নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ কার্যক্রম শুরু হয়। পরে বেতাগী পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, ওষুধের দোকান এবং জনসমাগমপূর্ণ স্থানে প্রচার কার্যক্রম চালানো হয়।

প্রচারণা কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধ এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো: সাইদুল ইসলাম সোহরাব বলেন, ‘ডেঙ্গু একটি মারাত্মক রোগ, যা সচেতনতা এবং ব্যক্তিগত সতর্কতা ছাড়া প্রতিরোধ করা কঠিন। তাই আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই এ প্রচারণার উদ্যোগ নিয়েছি।’

সেক্রেটারি প্রভাষক মো: শাহাদাত হোসেন মুন্না বলেন, ‘প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ফ্রিজের ট্রে, টায়ার ইত্যাদিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি মশার কামড় থেকে রক্ষার জন্য মশারি ব্যবহার এবং আবদ্ধ জায়গায় কীটনাশক ছিটানোরও আহ্বান জানানো হয়।’

এ সময় বেতাগী উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা আমির, সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে বরগুনা জেলাসহ বেতাগী উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।