মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিবন্দী গ্রামে ছয় মাস বয়সী যমজ দু’ মেয়েকে পুকুরে পানিতে ফেলে হত্যা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দু’ শিশুর নাম লামিয়া ও সামিহা। তারা ওই এলাকার বাসিন্দা মো: সোহাগ (২৮) ও শান্তা (২৪) দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ হত্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে শিশুদ্বয়ের মৃত্যুর জন্য কে দায়ী—সে বিষয়ে মতবিরোধ রয়েছে। শিশুদের বাবা সোহাগের অভিযোগ, তাদের মা শান্তা সন্তানদের পুকুরের পানিতে ফেলে দিয়েছেন। অপরদিকে মা শান্তা দাবি করেছেন, বাবা সোহাগই তাদের পানিতে ফেলে হত্যা করেছেন। ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু দু’টির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা ও মাকে থানায় নেয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে।