নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মো: সিরাজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় মো: ছহির উদ্দিন (৭২) ও মো: আব্দুল আজিজ (৮৭) নামে আরো দু’জন আহত হয়েছে।
আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে খাজুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজ হোসেন উপজেলার সোনাকুড়ি গ্রামের মরহুম আফসার আলীর ছেলে এবং আহত মো: ছহির উদ্দিন রায়পুর বেলকুড়ি গ্রামের মরহুম তাছির উদ্দিনের ছেলে ও মো: আব্দুল আজিজ দেবীপুর গ্রামের মরহুম আয়েজ উদ্দিনের ছেলে।
আহতদের স্বজনেরা জানায়, আজ মহাদেবপুরে হাটের দিন। সিরাজ একজন আলু ব্যবসায়ী। তিনি-সহ অন্যরা একটি চার্জারচালিত ভ্যানে মহাদেবপুর হাটে আসছিল। পথে সকাল সোয়া ৭টার দিকে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক আসে। ওই সময় ট্রাকটিকে সাইট দিতে গিয়ে ও রাস্তার উপর আসা একটি ছাগলকে বাঁচাতে গিয়ে ভ্যানগাড়িটি পাশের ডোবায় পরে যায়। সেখানে চাপা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন এবং আহতদের ভর্তি করে নেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।