থানায় অভিযোগ দেয়ায় চাচা-চাচাতো ভাইয়ের ওপর হামলা

নওগাঁর মহাদেবপুরে ঘরের চাল তৈরিতে বাধা দেয়াকে ঘিরে থানায় অভিযোগ দেয়ায় চাচা ও চাচাতো ভাইয়ের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে ভাতিজারা।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
আহত মো: আইয়ুব আলী
আহত মো: আইয়ুব আলী |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে ঘরের চাল তৈরিতে বাধা দেয়াকে ঘিরে থানায় অভিযোগ দেয়ায় চাচা মো: আইয়ুব আলী ও তার ছেলে আব্দুস ওহাবের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে ভাতিজা দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা।

রোববার (১৩ এপ্রিল) বেলা ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বাবার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল আইয়ুব আলী। সেখানে তার ঘরের সীমানা প্রাচীরে চাল তুলতে গেলে প্রথমে বাধা দেয় দেলোয়ার ও তার পরিবারের লোকজন। এরপর সে এসে থানায় আইয়ুব আলীর নামে মিথ্যে অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে দু’পক্ষকে তাদের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে। পরে দেলোয়ার আর থানায় যাননি।

এরপর হামলার শিকার আইয়ুব আলী আবারো প্রাচীরের চাল তৈরির জন্য গেলে দেলোয়ার ও তার পরিবারের লোকজন আবারও বাধা দেয়। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী আইয়ুব আলী গত সোমবার থানায় দেলোয়ারের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়।

অভিযোগ পেয়ে থানা পুলিশ আজ রোববার দুপুরে তদন্ত করতে ঘটনাস্থলে যায়। তদন্তের পর পুলিশ উভয় পক্ষকে আগামী বুধবার কাগজপত্র নিয়ে থানায় যাওয়ার কথা বলে। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরে ওহাব আলী বাজারে যাওয়ার সময় তার পথ আটকিয়ে দেলোয়ার ও তার পরিবারের লোকজন লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারপিট করতে থাকে। ছেলের চিৎকার শুনে আইয়ুব আলী এগিয়ে এলে তাকেও এলোপাথাড়ি মারপিট করাসহ মাথায় আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মহাদেবপুর থানায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এবিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। এখনো তারা কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’